বিশেষ প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে মো. শরীফুল ইসলাম (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরীফুল ইসলাম ওই এলাকার মো. নজরুল ইসলামের বড় ছেলে এবং দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গরুকে ঘাস খেতে দিতে ঘরের বাইরে গেলে বজ্রপাতের শিকার হন শরীফ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া বলেন,‘ হাসপাতালে আনার আগেই শরীফুলের মৃত্যু হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।