বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলা নিজামপুরে মানবতার দিন যাপন করছে। হিজড়া সম্প্রদায়। সমাজে অবহেলিত এই হিজড়া জনগোষ্ঠী। এমন কি মানবিক অবদান রেখেও বঞ্চিত তারা।
হিজড়া বা তৃতীয় লিঙ্গ সমাজের অবহেলিত জনগোষ্ঠী হলেও বারবার প্রমাণ করেছেন তারা মানবিকতার দিক থেকে পিছিয়ে নেই। ঢাকা বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে রানা প্লাজার ধ্বংসস্তূপে আহতদের পাশে দাঁড়ানো—সবখানেই হিজড়া সম্প্রদায় তাদের দায়িত্ববোধ ও মানবিক অবদান রেখেছে। এমনকি মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় রক্তের প্রয়োজন হলে একসঙ্গে ৩০০ হিজড়া স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।
অন্যদিকে, সমাজের অনেকের ভ্রান্ত ধারণা থাকলেও বাস্তবে হিজড়া সম্প্রদায় চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নয়। তারা ধর্ষণ করে না, মাদক ব্যবসায় অংশ নেয় না, কিংবা খারাপ কাজে সম্পৃক্ত নয়। শুধুমাত্র পেটের ক্ষুধা মেটানোর জন্য তারা মানুষের কাছে হাততালি দিয়ে কিছু টাকা সংগ্রহ করে জীবন নির্বাহ করে।
তাদের এই মানবিক অবদান ও অপরাধমুক্ত জীবনযাপন সত্ত্বেও হিজড়া জনগোষ্ঠী আজও সমাজে অবহেলিত। অনেকেই তাদের মানুষ হিসেবেও দেখতে চান না। অথচ তারা কারো ভাই, কারো বোন, কারো সন্তান।
সচেতন মহল মনে করেন, হিজড়াদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা এখন সময়ের দাবি। সমাজ ও রাষ্ট্র যদি তাদের সমান অধিকার, কর্মসংস্থান ও মর্যাদা নিশ্চিত করে, তবে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে আরও বেশি সক্ষম হবে।