চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের প্রবেশমুখে কাভার্ডভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় চার মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে আকবর শাহ থানার সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০) এবং এক অজ্ঞাতনামা ব্যক্তি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ভোরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাছ ব্যবসায়ীদের বহনকারী পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতদের সুরতহাল প্রক্রিয়া চলছে।