মামুন রণবীর,নেত্রকোণা
“পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ” এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) নেত্রকোণা -১ অঞ্চলের বিরিশিরি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও উপকারভোগীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,বিরিশিরি শাখার ব্যবস্থাপক সোহাগ আলম,বিরিশিরি রিসোর্স সেন্টারের ম্যানেজার মোরশেদ আলম, সহকারী শাখা ব্যবস্থাপক শাহজাহান কবীর, মাঠ কর্মকর্তা মোঃ আল আমিন সহ অন্যান্য কর্মচারীবৃন্দ ও উপকারভোগী সদস্যরা।
আয়োজকরা জানান,দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কাজ করে এমন উপকারভোগীদের মধ্যে যাদের বাড়ির আঙিনায় পর্যাপ্ত খালি জমি রয়েছে তাদের মধ্যে ৩৪০ টি বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ২৭২ কেজি বিভিন্ন ধরনের সার বিনামূল্যে বিতরণ করা হয়।
পরে শাখা ব্যবস্থাপক সোহাগ আলম বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও পরিচর্যা বিষয়ে অবহিত করেন।