বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ইসলামের পাঁচ রুকনের অন্যতম হলো নামাজ, যা বিশ্বাস বা ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের মাধ্যমেই।
আজ শুক্রবার (২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ সফর ১৪৪৭ হিজরি) ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। নির্ধারিত সময় অনুযায়ী জোহর দুপুর ১২টা ২ মিনিটে, আসর বিকেল ৪টা ৩৫ মিনিটে, মাগরিব সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, এশা রাত ৭টা ৪৫ মিনিটে এবং আগামীকাল শনিবার ফজর সকাল ৪টা ২০ মিনিটে আদায় করা হবে।
চট্টগ্রামে নির্ধারিত সময়ের সঙ্গে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কমাতে হবে। অন্যদিকে খুলনায় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট ও বরিশালে ১ মিনিট যোগ করতে হবে।