বিডিটেলিগ্রাফ ডেস্ক।
শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ দিন হলেও এ দিনে মৃত্যুবরণ করলে স্বয়ংক্রিয়ভাবে জান্নাত নসিব হবে—এমন ধারণার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ইসলামী স্কলাররা।
হাদিসে এসেছে, জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করলে আল্লাহ তায়ালা কবরের আজাব থেকে রক্ষা করেন (তিরমিজি ১০৯৫)। তবে ইসলামি গবেষকরা স্পষ্ট করেছেন, এটি শুধু কবরের ফিতনা থেকে মুক্তির সুসংবাদ, সরাসরি জান্নাতের নিশ্চয়তা নয়।
খ্যাতিমান আলেম মুল্লা আলী কারী (রহ.) বলেন, কবরের আজাব উঠিয়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত হলেও তা কিয়ামত পর্যন্ত ফিরবে না—এমন দাবির ভিত্তি নেই। একই মত দিয়েছেন আলেম শায়খ আহমাদুল্লাহ। তিনি ব্যাখ্যা করেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মৃত্যুবরণ করলে মুসলিম ব্যক্তি আল্লাহর বিশেষ দয়ার অধিকারী হন, যা আখিরাতের প্রতিটি ধাপ সহজ হওয়ার সুসংকেত।
অতএব, ইসলামী স্কলারদের মতে শুক্রবারে মৃত্যু শুভ লক্ষণ বটে, তবে এটিকে সরাসরি জান্নাতের নিশ্চয়তা বলা সঠিক নয়।