নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সাধারণ সভা শেষে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সংগঠনটির সবার সম্মতিতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর ব্যুরো প্রধান গাজী আল ইমরানকে সভাপতি এবং দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি মারুফ বিল্লাহ রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়।
অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি দৈনিক মুক্ত স্বাধীন ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার খলিলুর রহমান, সহ-সভাপতি অনলাইন নিউজ পোর্টাল অগ্রদূতের আব্দুল আলিম, দৈনিক সাতক্ষীরার সকালের আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যশোর পত্রিকার আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক যশোর পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান জুলেট, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের খবরের বিজয় মন্ডল, কোষাধক্ষ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার জগবন্ধু কয়াল, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের আওয়াজের জামাল বাদশা, দপ্তর সম্পাদক দৈনিক নবধরার আনিসুর রহমান মিলন।
সদস্য হয়েছেন যথাক্রমে দৈনিক বাংলাবাজার পত্রিকার আব্দুল আহাদ, দৈনিক আজকের খবরের হাবিবুর রহমান, দৈনিক অগ্রদূতের ফরিদুজ্জামান, দৈনিক সাতক্ষীরার সকালের আজহারুল ইসলাম সাকি।
উল্লেখ্য, সাংবাদিক সংগঠন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবটি ২০১৭ সালে একঝাঁক উদ্যমী ও তরুণ সংবাদকর্মী নিয়ে গঠিত হয়। এটি একটি পেশাদার সংগঠন, যার মূল লক্ষ্য স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন, এবং শ্যামনগরের সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখাসহ সংবাদকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহায়তা এবং তথ্যবিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।