হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ মো. এহসানুল ইসলাম জানান, মরদেহের বাইরে বা ভেতরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলী পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর চূড়ান্ত মত দেওয়া সম্ভব হবে।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার আজকের পত্রিকা-তে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরদিন বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলাগাছিয়া নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শনিবার দুপুরে মরদেহ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর তা সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে দাহ করার কথা রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্ত্যেষ্টিক্রিয়ার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তে অসঙ্গতি পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।