বিডিটেলিগ্রাফ ডেস্ক।
আজ সোমবার (২৫ আগস্ট ২০২৫) থেকে শুরু করে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রতিদিনের নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মুসলমান নর-নারীর ওপর ফরজ হওয়ায় সময় জানার গুরুত্ব অপরিসীম।
সোমবার জোহরের নামাজ শুরু হবে দুপুর ১২টা ১ মিনিটে এবং শেষ হবে ৪টা ৩২ মিনিটে। আসরের সময় ৪টা ৩৩ মিনিট থেকে ৬টা ২২ মিনিট পর্যন্ত। সূর্যাস্ত ৬টা ২৩ মিনিটে হলে মাগরিব শুরু হবে ৬টা ২৪ মিনিটে এবং শেষ হবে ৭টা ৪০ মিনিটে। এশার নামাজ পড়া যাবে রাত ৭টা ৪১ মিনিট থেকে ভোর ৪টা ১৮ মিনিট পর্যন্ত।
মঙ্গলবার তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় নির্ধারিত হয়েছে ভোর ৪টা ১৮ মিনিটে। এরপর ফজর শুরু হবে ৪টা ১৯ মিনিটে এবং শেষ হবে ৫টা ৩৭ মিনিটে। সূর্যোদয় হবে ৫টা ৩৮ মিনিটে। ইশরাক আদায়ের সময় ৫টা ৫৩ মিনিট থেকে ১১টা ৫৪ মিনিট পর্যন্ত, আর চাশতের সময় ৮টা ৫৪ মিনিট থেকে ১১টা ৫৪ মিনিট পর্যন্ত।
এছাড়া বিভাগীয় শহরভেদে নামাজের সময়ের কিছুটা তারতম্য থাকবে। চট্টগ্রামে সময় ৫ মিনিট ও সিলেটে ৬ মিনিট বিয়োগ করতে হবে। খুলনায় সময় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট এবং বরিশালে ১ মিনিট যোগ করতে হবে।