বিশেষ প্রতিনিধি।
ফেনী এনিমেল লার্ভাস টিমের সহযোগিতা বেওয়ারিশ কুকুর বাঁচাতে ফেনী পৌরসভার উদ্যোগে বিনামূল্য ভ্যাকসিন পাচ্ছে ৫০০ কুকুর । এক স্থানীয় প্রাণীপ্রেমী সংগঠন ফেনী এনিমেল লার্ভাস টিমের সহযোগিতা বেওয়ারিস কুকুরে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিনেশন ক্যাম্পইন শুরু হয়েছে। ফেনী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।