বিশেষ প্রতিনিধি।
ফেনীর দাগনভূঁঞার পুরাতন ফেনী নদী পুনরুদ্ধার ও অবৈধভাবে খাল দখল মুক্ত করার লক্ষ্যে জায়লস্কর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজিবিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মন্জুর আহ্সান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মা, ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তার হোসেন মজুমদার, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন দল নিম্নবর্ণিত সমস্যা সমূহের ওপর দৃষ্টি আকর্ষণ করেন:
ফেনী-নোয়াখালী মহাসড়কের পার্শ্বে ফেনী ছোট নদীর সাথে সংযোগ খাল সমূহ অবৈধভাবে দখল করে বসতবাড়ী নির্মাণ করা। কিছুকিছু ড্রেনেজ ব্যবস্থা থাকলেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে তা বন্ধ হয়ে যাওয়া। ব্যক্তি মালিকানাধীন জমিগুলো মাটি/বালি দিয়ে ভরাট করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখা। খালগুলোতে বাঁধ দিয়ে মাছ চাষের জন্য ব্যবহার করা। অপরিকল্পিতভাবে নতুন নতুন বসতবাড়ী ও দালান কোঠা নির্মাণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখা। নদী/খালগুলো এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ কর্তৃক ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দখলে রাখা। অনেক সময় সরকারিভাবে খাল খনন ও ড্রেন নির্মাণ করার সময় সংশ্লিষ্ট দপ্তরকে দখলকৃত ব্যক্তিদের বাঁধার সম্মুখীন হওয়া।
উপরোক্ত সমস্যা সমূহের সমাধানকল্পে পরিদর্শনদল নদীর সাথে সংযোগ খাল দখল করে অবৈধভাবে নির্মিত বসতবাড়ি উচ্ছেদ করে দখল মুক্তকরণ, প্রয়োজনীয় স্থানে ড্রেনেজ ব্যবস্থাকরণ এবং পানি নিষ্কাশনের আশু ব্যবস্থা গ্রহণসহ ব্রিজ-কালভার্ট নির্মাণ বিষয়ে স্থানীয় জনগনকে আশ্বস্ত করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের জায়লস্কর এলাকার জনগণের গ্লানি ও দুর্ভোগ লাঘব হবে।