বিশেষ প্রতিনিধি।
খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলার নৃশংস মা–মেয়ে হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উন্মোচন হয়েছে। পুলিশ জানিয়েছে, জমি ও টাকার বিরোধকে কেন্দ্র করেই দাদী আমেনা বেগম (৮৮) এবং তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) গলা কেটে হত্যা করে তাদের আপন নাতি সাইফুল ইসলাম (৩৫)।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার দিন টাকা চাইতে গিয়ে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ সাইফুল রাতে বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনাকে, পরে দাদী আমেনাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর নিহতের মোবাইল নিয়ে ৪০০ টাকায় বিক্রি করে।
পুলিশ জানায়, ঘটনার ছয়দিন পর বুধবার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়।
গত ২০ আগস্ট রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরদিন সকালে স্থানীয়রা ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে খাটের ওপর মশারির ভেতর মা–মেয়ের জবাইকৃত মরদেহ দেখতে পান।
নিহত রাহেনা আক্তারের ছেলে মো. হাসান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এরপরই তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই সত্য.।