লালমনিরহাট জেলা পুলিশের টানা বিশেষ অভিযানে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সম্প্রতি দুটি আলাদা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও একাধিক আসামী গ্রেফতার করা হয়।
গত ২৮ আগস্ট ২০২৫ ইং তারিখে লালমনিরহাট থানা পুলিশের একটি মাদকবিরোধী অভিযানে ৯নং পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ন মৌজাস্থ ফকিরের তকেয়া মসজিদের সামনে থেকে মোঃ মিলন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা বাড়াতে হবে এবং সাধারণ মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, এর একদিন আগে অর্থাৎ ২৭ আগস্ট ২০২৫ ইং তারিখে লালমনিরহাট থানার আরেক বিশেষ অভিযানে ১০নং বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গরুর হাট এলাকায় ছিনতাইয়ের সময় চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো— মোঃ সোহাগ হোসেন ওরফে বুদে (৩৫), মোঃ রতন (৩২), মোঃ আমিনুল ইসলাম (৩৫) এবং মোঃ মোস্তাফিজার রহমান (৪৩)। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৯০,০০০ টাকা এবং ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশের এ সাফল্যকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।