নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আটকরা হলেন, শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা এলাকার মৃত ইউসুফ শেখের ছেলে ওয়েজকুরুনি (৪০) ও ইউনুস আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৫)।
বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামানের বলেন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কপোতাক্ষ নদীতে অভিযান চালানো হয়। এসময় কপোতাক্ষ নদের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালীর গলাকাটা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বালুবাহী বাল্কহেডসহ দুইজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তাদেরকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
প্রসঙ্গত, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।