নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে বড়শি দিয়ে মাছ ধরার সময় পুকুরে পড়ে জাহানারা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮শে আগস্ট) সকালে উপজেলার মানিকখালী গ্রামে ঘটনাটি ঘটে। জাহানারা উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের বশির সরদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, জাহানারার মিরগি রোগ ছিল। সকালে বড়শি বাইতে গেলে হটাৎ করে মিরগি রোগ চাকালে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনা শোনার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। মৃত ব্যক্তির মিরগি রোগ ছিলো। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।