গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দাক্ষিনখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রেললাইন পার হওয়ার সময় ট্রাকটি আটকে গেলে ঢাকাগামী ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক উজ্জ্বল হোসেন মারা যান। গুরুতর আহত ট্রাকমালিক ও হেলপার বাবুল খানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।