নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে অনার্স ২য় বর্ষের ফরম পূরণের টাকা কমানোর জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের নিকট এ স্মারকলিপি দেওয়া হয়।
শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনস্থ নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী গরীব ঘরের সন্তান। আমাদের অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবক কৃষক, দিনমজুর ও অল্প আয়ের কর্মজীবী। বর্তমান পরিস্থিতিতে আমাদের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের টাকা কিছুটা কমিয়ে দেওয়ার ব্যবস্থাগ্রহণ করলে চির কৃতজ্ঞ থাকবো।
এ ব্যাপারে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান জানান, অনার্স ২য় বর্ষের ফরম পূরণের টাকা কমানোর জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। ইতোমধ্যে উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর বরাবর তা মেইল করা হয়েছে।