শেরপুরের নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে বিরল প্রজাতির এক গোখরো সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে মধুটিলা ইকোপার্কের গহীন বনে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার নন্নী উত্তরবন্দ, নন্নী পোঁড়াগাঁও মত্রী কলেজ সংলগ্ন নতুন ব্রিজের নিচের ধানক্ষেতে ঘাস কাটছিলেন এক কৃষক।
এ সময় তিনি হঠাৎ সাপটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন দ্রুত সাপটিকে ধরে বস্তায় ভরে রাখে।বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গোখরো সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ হাত এবং ওজন প্রায় আড়াই কেজি। এটি অত্যন্ত বিষধর প্রজাতির হলেও পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করি। পরে এটিকে মধুটিলা ইকোপার্কের গহীন বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী পরিবেশের অংশ, তাই এগুলো সংরক্ষণে সবার সচেতন হওয়া জরুরি।