ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তাদের দাবি, ছাত্রদল ভোটকেন্দ্রের ১০০ মিটারের ভেতরে প্রচারণা চালালেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। তার অভিযোগ, সব ধরনের অভিযোগে প্রশাসন নীরব অবস্থান নিচ্ছে।
একই অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বহিরাগতদের প্রবেশ রোধ এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ভোটের দিন টিএসসি কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা গেছে। আইডি কার্ডধারী শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে ভেতরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রবেশপথে প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছেন।