ঝালকাঠির কলেজমোড় সংলগ্ন এস.এ পরিবহন (কুরিয়ার সার্ভিস) অফিসে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে শেখর বিশ্বাস (৪৫) নামের এক ম্যানেজার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ধারণা করছে, রাতের কোনো একসময় এই ঘটনা ঘটেছে।
নিহত শেখর বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাছকান্দি গ্রামের মৃত শরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে এস.এ পরিবহনের ঝালকাঠি শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পরিবার নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করছিলেন।
অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট তাকে ঢাকার কাকরাইল শাখায় বদলি করা হয়। মঙ্গলবার সকালে নতুন ম্যানেজারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি নতুন কর্মস্থলে যোগদানের কথা ছিল। তাই রাতভর হিসাব নিকাশের কাজ করতে অফিসেই ছিলেন।
সহকর্মীরা জানিয়েছেন, বদলির কারণে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন এবং এ নিয়ে হতাশার কথা বলেছিলেন। ধারণা করা হচ্ছে, এই দুশ্চিন্তা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
নতুন ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, সকাল সাতটার দিকে তিনি কোম্পানির গাড়িতে ঝালকাঠি আসেন। নাস্তা শেষে অফিসে এসে নিহতের রুমে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে অফিসের লোকজন জানালা দিয়ে ভেতরে মরদেহ ঝুলতে দেখেন।
পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।এ বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”