বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এ নির্বাচনের ফল যাই হোক, তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদেক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীদের দেওয়া ম্যান্ডেটই চূড়ান্ত। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদের পরিণতি ভয়াবহ হবে। তিনি জুলাই বিপ্লব ও শেখ হাসিনার পতনের প্রসঙ্গ টেনে সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট হলেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি জানান, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীরা অপেক্ষা করবেন এবং ফল ঘোষণার পর শান্তিপূর্ণভাবে আবাসনে ফিরবেন।