1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৫ বছরের নিষেধাজ্ঞার পর শিবিরের দাপুটে প্রত্যাবর্তন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

১৫ বছরের নিষেধাজ্ঞার পর শিবিরের দাপুটে প্রত্যাবর্তন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বড় ধরনের বিজয় অর্জন করেছে। বুধবার সকালে ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি, জিএস ও এজিএসসহ ৯টি সম্পাদক পদে জয় পেয়েছেন শিবিরপন্থী প্রার্থীরা।

ভিপি পদে শিবির নেতা আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। জিএস পদে বিজয়ী হয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, আর এজিএস পদে জয়ী হয়েছেন মুহা. মহিউদ্দীন খান। শিবিরের প্যানেল থেকে আরও কয়েকটি সম্পাদক পদেও প্রার্থীরা জয়ী হয়েছেন।

শিবিরের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা সমাজসেবা, সাহিত্য ও সাংস্কৃতিক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পান।

অতীতে দীর্ঘ সময় ক্যাম্পাসে প্রকাশ্যে নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শিবির সক্রিয়ভাবে সংগঠন চালু করে। মাত্র এক বছরের মধ্যে ডাকসু নির্বাচনে তারা বড় ধরনের সাফল্য পেল।

মঙ্গলবার সকাল থেকে বিকেলে ভোটগ্রহণ শেষে বুধবার সকালে সিনেট ভবনে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়। এবার মোট ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ। নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে ছাত্রদল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ফল প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, ভোট গণনায় কারচুপি হয়েছে এবং প্রশাসন পক্ষপাতমূলক ভূমিকা নিয়েছে। রাতের দিকে ক্যাম্পাসে উত্তেজনাও দেখা দেয়।

অন্যদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এটি দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews