জাবি প্রতিনিধি।
৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও ২১টি হল সংসদ নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। হল সংসদসহ মোট প্রার্থী সংখ্যা ৪৭৫, আর ভোটার ১১ হাজার ৮৯৭ জন। এবারের নির্বাচনে ৮টি প্যানেল ও ১৭৭ জন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন।
ভিপি পদে আলোচনায় আছেন চার প্রার্থী—ছাত্রদল–সমর্থিত শেখ সাদী, শিবির–সমর্থিত আরিফউল্লাহ, ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল ও স্বতন্ত্র সম্মিলনের আব্দুর রশিদ জিতু।
নির্বাচনে ২১টি হলে ২২৪ বুথে ভোট নেওয়া হচ্ছে ওএমআর ব্যালটে। নিরাপত্তায় মোতায়েন আছেন প্রায় ১ হাজার ২০০ পুলিশ ও আনসার, স্থাপন করা হয়েছে ৮০ সিসিটিভি ক্যামেরা।
প্রার্থী সংকট স্পষ্ট হয়ে উঠেছে, বিশেষ করে ছাত্রী হলে। মোট ৩১৫টি পদের বিপরীতে ৪৪৩ জন প্রার্থী হলেও ১২৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন এবং ৬৫টি পদ শূন্য রয়েছে।