জাবি সংবাদদাতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আঁতাত করে শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার চেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন। এর আগে দুপুরে মাওলানা ভাসানী হলে আরেকটি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, নির্বাচনে ব্যবহৃত ব্যালট ও ওএমআর মেশিন জামায়াত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরবরাহ করা হয়েছে।
প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসানের অভিযোগ, যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করেই এসব সরঞ্জাম আনা হয়। কারচুপির বিষয়টি প্রকাশ পেলে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে মেশিনের বদলে হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়, কিন্তু একই প্রতিষ্ঠানের ব্যালট দিয়েই ভোট অনুষ্ঠিত হচ্ছে।
এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ২৫টি পদের বিপরীতে ১৭৭ জন প্রার্থী লড়ছেন আটটি ভিন্ন প্যানেলে।