দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সভায় দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মহাম্মদ নাসিম,উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার মজিবুল রহমান, দৌলতপুর থানার ওসি তদন্ত আক্তারুজামান লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মওলানা বেলাল উদ্দিন ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, এনসিপি নেতা আব্দুল হালিম (টম),বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রকি আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।