কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুকুরে ডুবে জোবায়ের (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের বীর হাজীপুর গ্রামের মোঃ বাদল মিয়ার ছেলে। এ নিয়ে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় রাখাল বালক বিপুল জানান, “আজ সকালে গরুর জন্য ঘাস কেটে এনে পুকুরে ধৌত করে মাথায় তোলার জন্য কাউকে খুঁজতে থাকি, তখনই আমার নজরে আসে পুকুরের পানিতে ভাসতে থাকা লাশটি। প্রথমে মনে হয়েছিল পুতুল, কাছে গিয়ে দেখি বাচ্চাটির লাশ”।
সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহার ইসলাম রহিদ বলেন, অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।