বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে শনিবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, এর মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এটিকে ৭ দশমিক ৪ মাত্রার বলে উল্লেখ করেছে, যার কেন্দ্র ছিল ৩৯ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির ঝুঁকি রয়েছে। যদিও জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে দেশটির আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে বলেছে, জাপানে কোনো সতর্কতা জারি করা হয়নি।
গত জুলাইয়েও একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যা পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি আশঙ্কা তৈরি করেছিল।