বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন, যা ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও জটিল করে তুলতে পারে। বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমের মালে আদুমিম বসতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “কোনও ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদের।”
চুক্তি অনুযায়ী, বিতর্কিত ই১ এলাকায় ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে পূর্ব জেরুজালেম কার্যত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ পদক্ষেপকে অঞ্চলের জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৯৬৭ সালের পর ইসরায়েলি বসতিগুলো অবৈধ হিসেবে গণ্য। জাতিসংঘ আগে থেকেই এই সম্প্রসারণ বন্ধের আহ্বান জানালেও নেতানিয়াহুর ঘোষণায় উত্তেজনা আরও বাড়ল। ইউরোপের কয়েকটি দেশ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করছে, তবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার অবস্থান পরিষ্কার নয়।
এদিকে, সাম্প্রতিক সহিংসতায় সোমবার জেরুজালেমে এক বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন। গাজায় চলমান যুদ্ধে প্রাণহানি ছাড়িয়েছে ৬৪ হাজারের বেশি।