বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের প্রস্তাবে গৃহীত “নিউইয়র্ক ঘোষণা”তে বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে। শুক্রবারের ভোটে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১২টি বিরত থাকে।
প্রস্তাবের সমর্থনে যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগসহ বেশ কয়েকটি প্রভাবশালী দেশ অংশ নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা ও হাঙ্গেরি প্রস্তাবটির বিরোধিতা করে।
ঘোষণায় গাজায় যুদ্ধ অবসান, ফিলিস্তিনে প্রশাসন ও নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করা এবং হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাজার খাদ্যসংকটকে মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়।
ফিনল্যান্ড প্রস্তাবটিকে বছরের সবচেয়ে বড় কূটনৈতিক প্রচেষ্টা বলে মন্তব্য করেছে। ফ্রান্স ও বেলজিয়াম ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।