লন্ডনের সোয়াস ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় ব্লুমসবারি এলাকায় হাইকমিশনের গাড়ির ওপর আওয়ামী লীগের নেতা–কর্মীরা ডিম নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাংলাদেশ হাইকমিশনের দাবি, গাড়িটিতে মাহফুজ আলম ছিলেন না, তিনি অন্য পথে নিরাপদে ভেন্যু ত্যাগ করেন।
পরে হাইকমিশনে এক আলোচনায় মাহফুজ আলম বলেন, তিনি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলেন।