কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার দক্ষিণাঞ্চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মাঠে অনুপস্থিত থাকায় এখন এই দুই দলই রাজনৈতিক ময়দানে প্রাধান্য পাচ্ছে।
সদ্য ঘোষিত সীমানা পুনর্বিন্যাসে কুমিল্লা-৯, ১০ ও ১১ আসনে জটিলতা তৈরি হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। কুমিল্লা-১১ আসনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ তাহের এগিয়ে থাকলেও বিএনপির ভেতরে একাধিক মনোনয়নপ্রত্যাশীর কারণে প্রতিযোগিতা বাড়ছে।
এদিকে সীমান্তবর্তী আসনগুলিতে ভোটারদের সিদ্ধান্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকদের ধারণা। সাধারণ ভোটাররা এবার সুষ্ঠু ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান।