1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুর বিএনপিকে সুস্থ ধারায় ফেরাতে নেতাদের রুদ্ধদার বৈঠক - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

দৌলতপুর বিএনপিকে সুস্থ ধারায় ফেরাতে নেতাদের রুদ্ধদার বৈঠক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপিকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে একাাট্টা হয়ে রুদ্ধদার বৈঠক করেছেন দৌলতপুর বিএনপি‘র প্রবীণ ত্যাগী নেতৃবৃন্দ। সম্প্রতি কুষ্টিয়া শহরস্থ একটি রেস্তোরায় এই রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ২০০৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আলতাফ হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাড. রমজান আলী। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।

বৈঠকে আগামী নির্বাচনকে ঘিরে সাংগঠনিক পরিকল্পনা, প্রার্থী বাছাইয়ের নীতিমালা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুদৃঢ় করার ব্যাপারে গুরুত্বপুর্ণ আলোচনা হয়।
বৈঠকের পর আলহাজ আলতাফ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। এবং দৌলতপুর বিএনপির‘র নেতৃত্ব দিয়ে আসছি। কিন্ত সদ্য অনুষ্ঠিত সম্মেলনে আমাদের কে উপেক্ষা করে একটি পকেট কমিটি বানানো হয়েছে। আমরা এই কমিটিকে পুর্ব থেকেই বয়কট করেছি।

নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন, একটি পরিবার নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে নানা অপকর্ম করে যাচ্ছেন। যার ভুক্তভোগী হতে হচ্ছে আমাদের। আমরা এই পরিবারের অন্যায় অনিয়মের দায় নিবো না। এ জন্য আমরা সকলে দৌলতপুর উপজেলা বিএনপিকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে একসাথে কাজ করে যাব। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews