বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয় দেশে একযোগে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ভারতের আসাম।
বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্প নিশ্চিত হলেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।