বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে প্রায় ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে এ মন্তব্য করেন।
২০০৪ সালের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলাসহ একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত বাবর ২০২৪ সালে একে একে সবগুলো থেকে খালাস পান। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান তিনি।
২০০৭ সালে গ্রেপ্তারের পর দীর্ঘ কারাবাস ও বিভিন্ন মামলার রায় শেষে বাবর মুক্তি পান আওয়ামী লীগ সরকারের পতনের পর। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার সময় তার সঙ্গে কোনো বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন না।