বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজায় একদিনে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৩৫ জন। স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) গাজা সিটির বিভিন্ন আবাসিক এলাকায় হামলায় ধ্বংস হয়েছে ১৬টি ভবন, যার মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। চলমান যুদ্ধের মধ্যে শুধু ক্ষুধা ও দুর্ভিক্ষেই এখন পর্যন্ত ৪২২ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ গাজার রিমাল মহল্লায় আল-কাওসার টাওয়ারকে লক্ষ্য করে টানা ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি দুই ঘণ্টার মধ্যে ধ্বংস হয়। নিরবচ্ছিন্ন হামলায় হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
জাতিসংঘ সতর্ক করেছে, গাজা সিটি দখল অভিযানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু আগস্টের শেষার্ধে জোরপূর্বক ৮২ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, এর মধ্যে ৩০ হাজারকে উত্তর থেকে দক্ষিণে সরতে বাধ্য করা হয়েছে।
ইউনিসেফ জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ পাঁচ বছরের নিচে অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে পড়বে। সর্বমোট ৩ লাখ ২০ হাজার শিশু বর্তমানে ভয়াবহ ক্ষুধার মুখে রয়েছে। সংস্থাটি বলছে, দুর্ভিক্ষ দ্রুত ছড়িয়ে পড়ছে, শিশুদের এখনই জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।