নেত্রকোণা প্রতিনিধি
বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন ।
মানববন্ধনে আলোচনাকালে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক দলিল লেখক তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন। একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দুই পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান, সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান, সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন, শিক্ষার্থী অভিভাবক গোলাম কিবরিয়া, আব্দুর রব, নূরুল হক, রহমত আলী, শাজাহান মিয়া, মন্টু মিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনামিকা আক্তার প্রমুখ।
এই মানববন্ধনে এলাকাবাসী বলেন, সড়কের পাশের গাছগুলো কেটে নেওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। একই সঙ্গে এসব গাছ না থাকায় হাওরের ঢেউ থেকে সড়কটি আর সুরক্ষিত থাকবে না। ফলে ভবিষ্যতে চলাচল ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উল্লিখিত অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে তন্ময় চাষীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।