অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে নাশকতা মামলায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১জন নেতাকর্মীকে আটক করেছেন অভয়নগর থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান রাজন, ১ নম্বর ওয়ার্ড়ের সাবেক কাউন্সিলার আব্দুল গফফার, চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য রবিউল হোসেন রবি, মো. নাজমুল হাসান, ইমরান হোসেন, ফিরোজ গাজী, হাফিজুর রহমান, দীপংকর মল্লিক, আব্দুল কুদ্দুস মোল্যা, আহসান হাবিব ও মালেক বিশ্বাস। মঙ্গলবার দুপুরে তাদেরকে নাশকতা মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিয়ষে অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, অভয়নগরে কোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।