আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের ঘরে ঘরে গিয়ে নির্বাচনমুখী পরিবেশ তৈরির কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। নির্বাচনের মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে দলটি এখন “ডোর টু ডোর” প্রচারণার প্রস্তুতি নিচ্ছে।
সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে জানানো হয়, প্রতিদ্বন্দ্বী কয়েকটি রাজনৈতিক দল সংখ্যানুপাতিক (PR) পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি মনে করছে, এ কর্মসূচি রাজনৈতিক কৌশল এবং অন্তর্বর্তী সরকারের ওপর চাপ প্রয়োগের একটি প্রচেষ্টা।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলন কার বিরুদ্ধে তা পরিষ্কার নয়, তবে রাজনৈতিক বক্তব্যের জবাব মাঠেই রাজনৈতিকভাবে দেওয়া হবে। আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সতর্ক করে বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া আন্দোলন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। তিনি দ্রুত নির্বাচন না হলে দেশ বিভক্তি ও গৃহযুদ্ধের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ইসলামী দলের PR আন্দোলন একটি মাস্টারপ্ল্যান, যা পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, বিএনপি জনগণের কাছে নির্বাচন বিলম্বিত না হওয়ার গুরুত্ব তুলে ধরবে এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষিত ৩১ দফা প্রচারণা চালাবে। একইসঙ্গে প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি এবং নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে।