1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইট সংকেতে সমস্যা আশঙ্কা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইট সংকেতে সমস্যা আশঙ্কা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ জন খবরটি পড়েছেন

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটে সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে থাকে। এ সময়ে সূর্য, স্যাটেলাইট ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় সম্প্রচার সংকেতে সাময়িক সমস্যা দেখা দেয়।

বিএসসিএল জানিয়েছে, বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিটের মধ্যে ৩ থেকে ১৩ মিনিট পর্যন্ত বিঘ্নিত হতে পারে। ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ভিন্ন ভিন্ন সময়ে এ সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া সংস্থাটি জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বর্তমানে বিএস-১ স্যাটেলাইট ব্যবহার করে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews