মামুন রণবীর,নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণার বারহাট্টা উপজেলা বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে দলটি। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত এই নোটিশ দেয়া হয়।
নোটিশে উক্ত নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন – বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, চিরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার (নয়ন), সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্মবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (ভুট্টো) এবং সদস্য মো. মোস্তফা কামাল।
বিএনপির দলীয় বিভিন্ন সূত্র জানায়, নোটিশ দেয়া ওই নেতারা সম্প্রতি একে অপরের বিরুদ্ধে বিষোদগার, এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, নৈতিক অবক্ষয়সহ দু-একজনের পরিবারের সদস্যরা মাদক সেবন ও বিক্রিসংশ্লিষ্ট কাজে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে চিরগ্রাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, দায়িত্বশীল পদে থেকেও তারা দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন। এজন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশের অনুলিপি নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নোটিশপ্রাপ্ত একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, এ ব্যাপারে তারা এখনই কোন মন্তব্য করতে চাননা। বিষয়টি নিয়ে পরে কথা বলবেন।