1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে অস্ত্র নিয়ে স্পিডবোটে মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :

ফরিদপুরে অস্ত্র নিয়ে স্পিডবোটে মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের স্পিডবোট মহড়ার ঘটনায় সাইমন শরীফ (২১) নামে একজনকে আটক করা হয়েছে করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আটক সাইমন ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হাবিবুল শরীফের ছেলে। তার নিকট থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।জানা গেছে, সেনা ক্যাম্পের মেজর সোহেলের নেতৃত্বাধীন ১৫ আরই ব্যাটালিয়নের একটি দল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে গভীর রাত সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযানকালে সাইমনকে তাদের বাড়ি থেকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, যৌথবাহিনীর অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাংয়ের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দেশীয় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার বিকেলে স্পিডবোটে ভাঙ্গার কুমার নদে এসে দেশীয় অস্ত্র সহকারে মহড়া দেয় ওই কিশোর গ্যাং। তারা ধারালো অস্ত্র রামদা ও চাইনিজ কুড়াল উঁচিয়ে প্রদর্শন করে জনমনে আতঙ্ক ছড়ায়। বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রচারের পর ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews