সুদানের দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরের নামাজ চলাকালে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। স্থানীয় কর্মকর্তারা র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করলেও গোষ্ঠীটি সম্পৃক্ততা অস্বীকার করেছে।
দুই বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত চলছে। দারফুরে সেনাদের শেষ ঘাঁটি আল-ফাশের দখলের চেষ্টায় নতুন করে হামলা শুরু করেছে আধাসামরিক বাহিনীটি। জাতিসংঘের সতর্কবার্তা অনুযায়ী, সংঘাত ক্রমেই জাতিগত রূপ নিচ্ছে এবং সাধারণ নাগরিকরাই এর প্রধান শিকার হচ্ছেন।