1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় পুলিশ চৌকির সামনে রোগীবাহী এ্যম্বুলেন্সে ডাকাতি - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় পুলিশ চৌকির সামনে রোগীবাহী এ্যম্বুলেন্সে ডাকাতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া ফাঁকা মাঠ এলাকায় একটি পুলিশ চৌকির সামনে এ ঘটনা ঘটে। ডাকাতেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হৃদরোগে আক্রান্ত রোগী লিটন আলী নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতেরা পিপুলবাড়িয়া মাঠে থাকা পুলিশ চৌকির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে এ্যাম্বুলেন্সের গতিরোধ করে। এরপর পাঁচ-ছয়জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

অ্যাম্বুলেন্সের চালক রতন আহমেদ জানায়, রাতে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়য় নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা এ্যম্বুলেন্সটি আটকে আমার গলায় অস্ত্র
ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার সময় কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায় বলে সে জানিয়েছে।

রোগীর স্বজন জালাল উদ্দিন জানান, আমরা অ্যাম্বুলেন্স-চালককে কাতলামারী দিয়ে কুষ্টিয়ায় যেতে মানা করেছিলাম, কিন্তু তিনি ওই পথেই গেলেন। পথে ডাকাতেরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাত ২টার দিকে আমরা রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।’

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিস ও হৃদরোগজনিত সমস্যায় লিটন নামে এক রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে এমন ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ডাকাতির ঐ এলাকাটি স্থানীয় পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন।

পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি ইলিয়াস জানান, আমরা পুজা মন্ডপ পরিদর্শণ করতে গিয়েছিলাম এরই মধ্যে এমন ঘটনা ঘটে গেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, ডাকাতির বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পুলিশ চৌকির সামনে এমন ডাকাতির ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওসি জানান, পুলিশ চৌকিচি পরিত্যক্ত অবস্থায় আছে। তাই সেখানে পুলিশ ছিলনা। তবে, এ ব্যাপারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে বলে ওসি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews