সম্মিলিত পাঠাগার আন্দোলন (Sammilito Pathagar Andolan) সারাদেশের ১০টি পাঠাগারে আয়োজন করেছে “বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫। এর অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালের পোড়াবাড়ি বাজারে অবস্থিত স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার-এ অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে প্রথম স্থান অর্জন করে সামিহা, দ্বিতীয় স্থান তন্নী এবং তৃতীয় স্থান মরিয়ম আক্তার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে শিল্পচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন শাহরিয়ার জামান খান।
তিনি শিশুদের সৃজনশীল বিকাশে শিল্প-সংস্কৃতির চর্চাকে অপরিহার্য উল্লেখ করে বলেন, “এই আয়োজন নিজেই এক ধরনের শিল্পচর্চা।”
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের উপদেষ্টা আমিরুল ইসলাম এবং রাসেল রানা সাগর। এ আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের সাধারণ সম্পাদক মৃদুল হাসান, সহ-সভাপতি তানজিলা জাহান, এবং সদস্য সাইম মন্ডল, শাকিল আহমেদ, মাহবুল আহমেদ, সিনথিয়া ইসরাত, আবিদ, রিয়ন ও রোবায়েত মাসুম।
এছাড়া শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশ নেয় মঠবাড়ী প্রি-ক্যাডেট স্কুল ও আইডিয়াল ইন্টারনেশনাল স্কুল, পোড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষার্থীরা।
সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের কেবল শিল্পচর্চার প্রতি অনুরাগী করবে না, বরং পাঠাগার-ভিত্তিক সামাজিক বন্ধনকেও শক্তিশালী করবে।