দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি.।
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে আগামী দিনে নারীর ক্ষমতায়নে বিএনপি‘র ভাবনা শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে দৌলতপুর গার্লস কলেজ চত্বরে কুষ্টিয়া-১ দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণ-এর ব্যানারে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর (উত্তর) এর আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল।
সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নারীর ক্ষমতায়ন ও নারীদের জীবনমান উন্নয়ন বিষয়ে পুর্নাঙ্গ রুপরেখা দিয়েছেন তার বিস্তারিত সমাবেশে তুলে ধরেন এবং ৩১ দফা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী এ সমাবেশে অংশ নেন । সমাবেশে দৌলতপুর উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদল নেতা কর্মীরা বক্তব্য রাখেন।