কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, সাম্প্রতিক কিছু বক্তব্যের কারণে তাকে এবং তার পরিবারকে ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে হামজা বলেন, “মানুষ শুধু আমাকে নয়, মা-বাবাকেও গালি দিচ্ছে। আমি কথা বলেছি এতদিন, কিছু হয়নি। কিন্তু প্রার্থী ঘোষণার পর থেকে নানা আক্রমণ শুরু হয়েছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের নাম নিয়ে তার দেওয়া বক্তব্যের সমালোচনা হলে তিনি ব্যাখ্যা দেন, এটি ইচ্ছাকৃত নয়, বরং মুখ ফসকে সলিমুল্লাহ মুসলিম হলের জায়গায় মুহসিন হল বলেছেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন।
হামজা আরও জানান, সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাকে রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। “আমি এখন থেকে কেবল কোরআনের আয়াত ও সুরার তাফসির নিয়েই আলোচনা করবো,” বলেন তিনি।
তিনি স্বীকার করেন, অতীতের বক্তব্য নিয়ে ভুল হয়েছে। “ক্ষমা চাইলে মানুষ ছোট হয়ে যায় না,” মন্তব্য করেন জামায়াত মনোনীত এই প্রার্থী।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় আড়াই বছর কারাভোগ করেন মুফতি আমির হামজা। ২০২১ সালের মে মাসে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসি এবং পাঁচ দিনের রিমান্ড শেষে তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি মুক্তি পান। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ইউনিট সদস্য এবং কুষ্টিয়া-৩ আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।