1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিসিবির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :

বিসিবির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ জন খবরটি পড়েছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল গত ২২ সেপ্টেম্বর। তবে, নানা জটিলতার কারণে তা একদিন দেরিতে প্রকাশিত হয়। তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় নির্বাচন কমিশন তফসিলেও কিছু পরিবর্তন এনেছিল।

সে সময়ে খসড়া ভোটার তালিকায় ১৭১ জন কাউন্সিলর জায়গা পেয়েছিলেন। বিভিন্ন কারণে অনেকেই বাদ পড়েছিলেন। এবার চূড়ান্ত ভোটারদের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে নতুন করে আরও ২০ জন কাউন্সিলর যুক্ত হয়েছেন। তবে নির্ধারিত কাউন্সিলর পদ ১৯২টি হলেও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থায় এবারও কোনো প্রার্থী নেই। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি মূল ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

প্রথম ক্যাটাগরিতে জেলা ও বিভাগীয় প্রতিনিধিরা অংশ নেন। এই ক্যাটাগরিতে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হন, কাউন্সিলরদের ভোটে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই বিভাগে মোট কাউন্সিলরের সংখ্যা ৭১।

দ্বিতীয় ক্যাটাগরি হলো ক্লাব ক্যাটাগরি, যেখানে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন।অন্যদিকে তৃতীয় ও শেষ ক্যাটাগরিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা অন্তর্ভুক্ত থাকে। এখানকার ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হন।

সবশেষে, এই তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরি মিলিয়ে মোট ১৯২ জন কাউন্সিলরের ভোট দেওয়ার কথা থাকলেও খসড়া ভোটার তালিকায় বেশ কিছু অসঙ্গতি দেখা গিয়েছিল।সিলেট, নরসিংদী, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলরের নাম তালিকায় ছিল না।

এবার চূড়ান্ত তালিকায় নরসিংদী বাদে সব জেলায় ক্রীড়া সংস্থাতেই কাউন্সিলরশিপ এসেছে।এ ছাড়া তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের ভিত্তিতে ১৫টি ক্লাবকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল খসড়া তালিকায়। এবার চূড়ান্ত তালিকায় সেসব ক্লাবেও কাউন্সিলর রাখা হয়েছে।

এর আগে, ৪ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটি দুদিন পিছিয়ে দেওয়া হয়। দু’বার সংশোধনের পর কাউন্সিলর মনোনয়নের সময়সীমা ২২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে এ নিয়েও নানান জটিলতা সামনে নিয়ে এসেছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

ফলে, ২৩ সেপ্টেম্বর ফের বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন ২০২৫-এর সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

হালনাগাদ তফসিল অনুসারে, ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ করা হবে এবং ২৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। যাচাই-বাছাই এবং প্রাথমিক তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।আগামী ৬ অক্টোবর রাজধানীর একটি বড় হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন সন্ধ্যা ৬টার ফলাফল ঘোষণা করা হবে।

সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাত ৯টার মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।মোট ২৫ জন বিসিবি বোর্ড পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।সভাপতি পদের জন্য আগ্রহী ব্যক্তিকে প্রথমে বিসিবি পরিচালক নির্বাচিত হতে হবে। বিসিবি পরিচালকরা সভাপতি নির্বাচনের জন্য তাদের ভোট দেবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews