তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে । দীর্ঘ ১৩বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।
শুক্রবার স্থানীয় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ৮হাজার ১শ’ ৯৯জন ভোটারের মধ্যে ৬হাজার ১শ’ ৮৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। সারারাত ধরে চলে ভোট গণণার কার্যক্রম। শনিবার সকালে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন, নির্বাচন
পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মতিয়ার রহমান ফারাজী।
নির্বাচনে সভাপতি পদে মো. রবিউল হোসেন ‘চশমা’ প্রতীক নিয়ে ৪হাজার ৭শ’২০ ভোট পেয়ে বিজয়ী হন। কার্যকরী সভাপতি পদে মো. আমিন মোল্যা ‘কলস’ প্রতীক নিয়ে ৩হাজার ৩শ’ ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহসভাপতি পদে এইচ এম মহসীন ‘টুপি’ প্রতীক নিয়ে ৩হাজার ৭শ’৩৫ ভোট পেয়ে, মো. বাকীউজ্জামান রানা
‘ডাব’ প্রতীক নিয়ে ৩হাজার ১১ ভোট পেয়ে, মাহামুদ কবির ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে ২হাজার ৯শ’ ৪৫ ভোট
পেয়ে, মো. আবুল কাশেম ‘চাঁদ’ প্রতীক নিয়ে২হাজার ৮শ’২১ ভোট পেয়ে এবং মো. বিল্লাল হাওলাদার ‘জগ’ প্রতীক নিয়ে ২হাজার ৭শ’ ৩৭ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মো. জিয়াউর রহমান ‘তরবারী’ প্রতীক নিয়ে ২হাজার ১শ’৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম
সম্পাদক পদে রুহুল আমিন পাটোয়ারী ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে ২হাজার ৭শ’ ২১ ভোট পেয়ে ও মো. ফারুক শেখ ‘রুই মাছ’ প্রতীক নিয়ে ২হাজার ৭শ’ ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ সাধারণ সম্পাদক পদে মো. আসাদুল ইসলাম লিটন ‘বেবিটেক্সি’ প্রতীক নিয়ে ২হাজার ৯শ’৮৫ ভোট পেয়ে, মো. সম্রাট হোসেন বাবু ‘টেবিলল্যাম্প’ প্রতীক নিয়ে ২হাজার ৯শ’ ২৪ ভোট পেয়ে, মো. মিজানুর রহমান ‘কেটলি’ প্রতীক নিয়ে ২হাজার ৭শ’ ৩ ভোট পেয়ে, মো. সোহরাব গাজী ‘হরিণ’ প্রতীক নিয়ে ২হাজার ৫শ’ ৫৯ ভোট পেয়ে এবং মো. নুর শেখ ‘দোয়েলপাখি’ প্রতীক নিয়ে ২হাজার ৪শ’ ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে মো. মানিক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. আবদুর রশিদ মনা, কোষাধ্যক্ষ
পদে মো. আবুল কালাম আকন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। আইন বিষয়ক সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল হাকিম ‘টেবিলফ্যান’ প্রতীক নিয়ে ৪হাজার ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার সম্পাদক পদে মো. বাদশা সরদার, দপ্তর সম্পাদক পদে মো. রেজাউল হোসেন রানা, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. লিটন মোল্যা বিনা
প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম ‘ব্যাট-বল’ প্রতীক নিয়ে ৩হাজার ২শ’ ১২ ভোট পেয়ে, লাইন সম্পাদক পদে মো. বাবু শেখ ‘মোরগ’ প্রতীক নিয়ে ৩হাজার ৪শ’ ১২ ভোট
পেয়ে, মামুনুর রহমান ‘বাস’ প্রতীক নিয়ে ২হাজার ৬শ’ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে মো. আশরাফ গাজী ‘মাইক’ প্রতীক নিয়ে ২হাজার ২শ’ ৩৬ ভোট পেয়ে, মো. ফারুক হোসেন বাঘা ‘বক’ প্রতীক নিয়ে ২হাজার ১শ’ ৯৪ ভোট পেয়ে, মো. মনির সিকদার টেবিল ঘড়ি’ প্রতীক নিয়ে ২হাজার ৩৪ ভোট পেয়ে, মো. রিজাউল শেখ ‘সেলাইরেঞ্জ’ প্রতীক নিয়ে ২হাজার ২৪ ভোট পেয়ে, মো. আরিফুল ইসলাম ‘ঘোড়া’ প্রতীক নিয়ে ১হাজার ৯শ’ ৪৯ ভোট পেয়ে, মো. বাবুল ইসলাম ‘রেলগাড়ী’ প্রতীক নিয়ে ১হাজার ৯শ’ ৪৮ ভোট পেয়ে, মো. কামাল হোসেন মিলন ‘মোবাইল ফোন’ প্রতীক নিয়ে ১হাজার ৮শ’ ৯১ ভোট পেয়ে, মোহাম্মাদ মজুমদার ‘একতারা’ প্রতীক নিয়ে ১হাজার ৮শ’ ৭০ ভোট পেয়ে, মো. মাহবুব হোসেন মোল্যা ‘তালা’ প্রতীক নিয়ে ১হাজার ৮শ’ ৬৭ ভোট পেয়ে এবং মো. সুমন রশিদ খাঁন ‘ট্রাক’ প্রতীক নিয়ে ১হাজার ৮শ’ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
ছবি সংযুক্ত: সভাপতি ও সাধারণ সম্পাদক