মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার দক্ষিণ তাফালবাড়ীর বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সাউথখালি ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা মাস্টার বাদশা মিয়ার পুত্র শাকিল (২৫) তাফালবাড়ি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি সোনাতলায় যাচ্ছিল। এ সময় দক্ষিণ তাফালবাড়ি এলাকার বাসিন্দা মোঃ শাহজাহান আলী (৬৫) বরইতলা এলাকার রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে শাজাহান মিয়া। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং মোটরসাইকেল চালক শাকিলক গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্য মেডিকেল অফিসার শেখ তাসনোভা আলম তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অ্যাম্বুলেন্স যোগে রায়েন্দা থেকে খুলনা যাবার পথে শাজাহান মিয়া মৃত্যু বরণ করেন। মোটরসাইকেল চালক শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার তাসনোভা বলেন শাজাহান মিয়ার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় নাক ওকান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।