কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙার গাড়ি রাস্তার পাশে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশিপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আব্দুল হক (৬৫) ও তার ছোট ভাই তাজরুল ইসলাম (৫৫)। তারা রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, কাজ শেষে দুই ভাই ইটভাঙার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে মমিন বকশিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে পড়ে যায়। এতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজনকে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলে পথেই মৃত্যু হয়।
রাজারহাট থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।